ভারতে ১৯৭৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৭ টি জোট সরকার ক্ষমতায় এসেছে৷ এর মধ্যে কেবল মাত্র মোরারজী দেশাই এর সরকার টিকে ছিল দু’বছরের মত৷ ইতিহাস বলছে, ভারতে কোনও জোট সরকারই পুরো ৫ বছর ক্ষমতায় টেকেনি।
ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ফেডেরাল ফ্রন্ট গঠনের কাজ কতদূর এগিয়েছে অথবা কতটা যুক্তিযুক্ত? এবারে বিজেপি বিরোধী ফেডারেল জোট গঠন সম্ভব হলেও ঐ সরকার কতটা টেকসই হবে অথবা আদৌও এই জোট গঠন করা সম্ভব হবে কিনা? সে সম্পর্কে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সংগে।
বিস্তারিত আলোচনাটি শুনতে অডিওতে চাপ দিন।