অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্রের হামলায় আন্তর্জাতিক সমাজের উদ্বেগ



যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট বারাক ওবামা বুধবার বলেন, সিরিয়ার জনগণের ওপরে কথিত রাসায়নিক অস্ত্রের হামলা চালানোর অভিযোগের বিষয়ে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তা হ’লে আন্তর্জাতিক সমাজের বিস্বাস যোগ্যতার বিষয়ে প্রশ্ন দেখা দেবে।

ষ্টকহমে সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ডের সংগে যৌথ এক সংবাদ সম্মেলনে মিঃ ওবামা বলেন, কথিত রাসায়নিক হামলার বিরুদ্ধে রেড লাইন বা সীমা তিনি বেধে দেন নী বরং বিশ্ব শক্তিবর্গ রাসায়নিক হামলার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণের চুক্তি অনুমোদন করেছে।

মিঃ ওবামা বলেন, সিরিয়ায় বর্বরোচিত ঐ হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ নিশ্চুপ থাকতে পারে না।

মিঃ ওবামা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জি টূয়েন্টির শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে ষ্টকহমে একদিনের যাত্রা বিরতী করেন। মনে করা হচ্ছে ঐ বৈঠকে সিরিয়া বিষয়ই অগ্রাধীকার পাবে।
ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে জাতিসংঘ অনুমোদিত সামরিক অভিযান একেবার নাকোচ করে দিচ্ছে না।
XS
SM
MD
LG