গত শুক্রবার বাগদাদ বিমান বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে কুদ্স বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সুলায়মানি এবং ইরাকি মিলিশিয়া বাহিনীর নেতা আবু মাহদি আল মুহান্দিস নিহত হবার পর, কেবল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এক রকম উত্তেজনার সৃষ্টি হয়েছে তা্ই-ই নয় গোটা বিশ্ব জুড়েই আশঙ্কা এবং উদ্বেগ বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে।
এ সব কিছু নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে এখন ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলছেন আনিস আহমেদ।