অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারিদের সমর্থন জোগানোর প্রতিশ্রুতি দিয়েছে


যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারিদের সমর্থন জোগানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং বিক্ষোভকারিদের বিরুদ্ধে ইরানের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের সমালোচনা করেছে যাতে ২১ জন প্রাণ হারিয়েছে এবং হাজার খানেকের ও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র তার কথায়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে এমন বিষয় খতিয়ে দেখবে এবং যারা এই বিক্ষোভকারিদের টুটি চেপে ধরছে তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির কথাও ভেবে দেখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে যে তারা থেমে থাকবে না।

সরাসরি এই প্রতিবাদ বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত, যুক্তরাষ্ট্র আজ পাঁচটি ইরানি কোম্পনির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এই কোম্পানিগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত।

এ দিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি, ইরান পরিস্থিতির উপর আজ জাতিসংঘের জরুরি বৈঠকের অনুরোধ করেছেন।

XS
SM
MD
LG