অ্যাকসেসিবিলিটি লিংক

১৪জন ইরানী রক্ষীকে অপহরণ করা হয়   


ইরান-পাকিস্তান সীমান্তে যে ১৪জন ইরানী সীমান্ত রক্ষীকে জঙ্গিরা অপহরণ করে নিয়ে গিয়েছে তাদের নিরাপদে মুক্ত করার বিষয়ে ইরান পাকিস্তানকে সহযোগিতার আহ্বান জানিয়েছে। মংগলবার সীমান্ত এলাকায় জঙ্গিরা সূর্য ওঠারা আগে অতর্কিতে হামলা চালিয়ে তাদের অপহরণ করা হয়।

যাদের ধরে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে গোয়েন্দা কর্মকর্তারাও রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভুলিউশনারী গার্ড কোর বা IRGCর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসলামিক রেভুলিউশনারী গার্ডের প্রতিপক্ষ দলের জঙ্গিরা ইরানের মিরজাভে এলাকায় একটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে নিরাপত্তা কর্মীদের ধরে নিয়ে যায়।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিসতান বেলুচিস্তান প্রদেশ ঘটনাটি ঘটে যেখানে বহুদিন থেকে অশান্ত পরিবেশ বিরাজ করছে।

.

XS
SM
MD
LG