অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে শান্তি সম্পর্কে আব্দুল্লাহ আব্দুল্লাহ আশাবাদী


আফগানিস্তানে তালিবানের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় সংযুক্ত একজন শীর্ষ কর্মকর্তা গতকাল বলেছেন যে দু পক্ষ দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা আবার যখন শুরু করবে , তখন তিনি এই ইসলামি বিদ্রোহী গোষ্ঠির সঙ্গে একটি অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে কথা-বার্তা আরম্ভ করবেন।

আফগানিস্তানের High Council for National Reconciliationএর প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন যে এই প্রস্তাবিত সংলাপ একটি ব্যতিক্রমী সুযোগ সৃষ্টি করেছে এবং কয়েক দশকের এই বৈরীতা অবসানের জন্য উভয় পক্ষকে আপোষ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের শান্তি ইনস্টিটিউট আয়োজিত একটি অনলাইন আলোচনায় আব্দুল্লাহকে যখন জিজ্ঞেষ করা হয় আফগান সরকার কি তালিবানের এই প্রস্তাব মেনে নেবে যে উভয় পক্ষের সমন্বয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হোক, তখন তিনি বলেন, আসুন আমরা আলোচনার টেবিলে যাই, সেখানেই কথা বলি। আব্দুল্লাহ বলেন আমাদের চিন্তায় নমনীয় হতে হবে। তালিবান সহ সকল আফগানের জন্য একটি টেকসই, স্থায়ী এবং গ্রহণযোগ্য শান্তিতে পৌঁছুতে কোন কিছুই যেন আমাদের বিচ্যূত না করে। তবে তাঁর এই মন্তব্য আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সাম্প্রতিক একটি বিবৃতির বিপরীত যেখানে তিনি তালিবানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি হলেও একটি অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে তাঁর নিজের ক্ষমতা ত্যাগের সম্ভাবনা নাকচ করে দেন। আব্দুল্লাহর বক্তব্য সম্পর্কে গণির দপ্তর থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে আব্দুল্লাহ জোর দিয়েই বলেন যে তিনি এই শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে প্রেসিডেন্টের সঙ্গে সলা-পরামর্শ করছেন।

এরই মধ্যে আফগান ও তালিবান আলোচকরা কাতারের দোহায় মিলিত হতে রাজী হয়েছেন তাএ সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক করা হয়নি।

XS
SM
MD
LG