অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকায় অনুশোচনা করেছেন: প্রধানমন্ত্রী শিনজো আবে


এশিয়ায় ক্রমবর্ধমান শক্তি চীনের সামনে টোকিওকে বিশ্ব নিরাপত্তার জন্যে গুরুত্বপূর্ন অংশীদার আখ্যা দিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার কারণে জাপনী প্রধানমন্ত্রী শিনজো আবে অনুশোচনা করেছেন।

প্রথম জাপানী প্রধানমন্ত্রী হিসাবে যুক্তরাস্ট্র কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেয়ার বিরল সম্মান পাওয়ার সময় বুধবার তিনি এই অনুশোচনার কথা ব্যাক্ত করেন। ইংরেজীতে দেয়া ভাষণে মিষ্টার আবে বলেন যুদ্ধ সময়ে তাদের ব্যাবহারের কারণে এশিয়ার মানুষের দুর্ভোগের কথা ভুলবে না টোকিও।

সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শিনজো আবে যুক্তরাস্ট্র-জাপান সম্পর্ক শক্তিশালী করারন ওপর গুরুত্ব আরোপ করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সকল আমেরিকানের প্রতি শোক প্রকাশ করেন।

কংগ্রেসে ভাসণ দেয়ার আগে শিনজো আবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মেমোরিয়ালে যান এবং যুদ্ধে নিহত প্রায় ৪ লক্ষ আমেরিকানের আত্মার প্রতি শোক প্রকাশ করেন।

XS
SM
MD
LG