দক্ষিণ কোরিয়ার এক সক্রিয় কর্মী জানিয়েছেন যে তিনি The Interview নামের চলচিত্রের হাজার হাজার কপি কয়েকটি বেলুনে ভরে তা উড়িয়ে দিয়েছে।
সিআইএ, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার ষড়যন্ত্র করছে এই রকম একটি কল্পিত কাহিনী অবলম্বনেই ছবিটি তৈরী হয়েছে। বেলুনগুলোর ভেতরে পিয়ংইয়ং বিরোধী প্রচার পত্রও ভরে দেওয়া হয়েছে।
সক্রিয় কর্মী লী মিন-বক দলছুট/বিদ্রোহী এক সামরিক সেনা। তিনি জানিয়েছেন যে তিনি পৃথক পৃথক ভাবে চারটি বেলুন তিনি উতক্ষপণ করেছেন। সর্ব সাম্প্রতিক বেলুনটি তিনি উড়িয়েছেন শনিবার দিন।
তবে উত্তর কোরিয়া উতক্ষপনের কড়া প্রতিবাদ জানিয়েছে।