আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল John Nicholson অভিযোগ করেছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা হাক্কানি সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে এবং সে দেশে তালিবান নেতাদের নিরাপদ আশ্রয়ের বাইরেও তাদের তৎপরতা চালিয়ে যাবার সুযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান জরুরী বৈঠকের জন্য পাকিস্তান সফরের কয়েক দিন আগেই জেনারেল John Nicholson এই অভিযোগ করলেন।
জেনারেল Nicholson যে অভিযোগ করেছেন, তাতে নতুন কিছুই নেই- এমন মন্তব্য করে তা প্রত্যাখান করেছেন পাকিস্তানের কর্মকর্তারা।
যখন আফগানিস্তানে তালেবানদের "কৌশলগত স্তরের" নেতৃত্ব রয়েছে এবং বিদ্রোহীদের "সিনিয়র নেতৃত্ব" এখনও পাকিস্তানে রয়েছে তখন জেনারেল Nicholson কাবুল ঘাঁটি থেকে মঙ্গলবার ভিডিও ফোনে পেন্টাগন সাংবাদিকদের এসব কথা বলেন। এটা বিশ্বাস করা হয় যে তালেবান নেতারা কোয়েটা ও পেশোয়ারে রয়েছে।