অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে পুনরায় সীমান্ত সংঘর্ষ শুরু


কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সোমবার অল্প সময়ের জন্য অস্ত্র বিরতির পর পুনরায় সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে।

গত রাতে সংঘর্ষে অন্তত এক ব্যক্তি নিহত হয়, আহত হয় অন্যান্য ১৮জন। কর্মকর্তারা আরও বলেন, ২০০ পাকিস্তানি পরিবার নিরাপদ এলাকায় স্থানান্তরিত হতে বাধ্য হন।

কাবুলে মন্ত্রীদের বৈঠকে, প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন “পাকিস্তান নতুন স্থাপনা নির্মান করতে চেয়েছিল কিন্তু আফগান সীমান্তরক্ষীরা তা করতে দেয়নি। পাকিস্তান তখন আফগান বাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।”

গুলি বিনিময়ের কথা তিনি নিশ্চিত করেন। প্রায় ৭ ঘন্টা গুলি বিনিময় হয়। সংঘর্ষে এক আফগান সেনা নিহত হয়। আহত হয় অন্যান্য ৬জন। তোরখাম সীমান্ত পারাপারে সংঘর্ষে পাকিস্তানীদের মধ্যেও সেনারা হতাহত হয়।

XS
SM
MD
LG