অ্যাকসেসিবিলিটি লিংক

কান্দাহারের প্রধান হাসপাতালে দুই ঘন্টার অবরোধের অবসান


আফগান কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা বাহিনী সোমবার দুই সশস্ত্র আত্মঘাতী বোমাবাজকে হত্যা করে এবং দক্ষিণাঞ্চলের কান্দাহার শহরে প্রধান হাসপাতালে দুই ঘন্টার অবরোধ অবসান করে।

ওই লড়াইয়ে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা এনডিএস এর এক অফিসার নিহত হন।

প্রত্যক্ষ্যদর্শী ও কর্মকর্তারা বলেন, কান্দাহারে মিরওয়াইস হাসপাতালের চত্বরে আত্মঘাতী ভেস্ট পরে দুই বোমা হামলাকারি অনুপ্রবেশ করে ও নিরাপত্তারক্ষীদের গুলি করে এবং অবরোধ শুরু হয়।

ঈদ উপলক্ষে প্রাদেশিক গভর্নরের হাসপাতালে যাওয়ার কথা ছিল এবং তার আগেই হামলাকারীরা আক্রমণ চালায়।

XS
SM
MD
LG