অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের আরো একটি জেলা দখলে নিয়েছে তালিবান


আফগানিস্তানে কর্মকর্তাদের এবং তালিবানের সুত্রে এই খবরের সমর্থন পাওয়া গেছে যে, কথিত ইসলামপন্থি বিদ্রোহীরা পাকিস্তানের সীমান্ত সংলগ্ন দক্ষিণের হেলমান্দ প্রদেশের আরো একটি জেলা দখল করে নিয়েছে।

তালিবান হঠাৎ করেই রাতে খানাশিন জেলায় আক্রমণ চালায়। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র আফগান সংবাদ মাধ্যমকে আজ জানিয়েছেন যে, লড়াই তখনও চল ছিল।

তবে তালিবানের একজন মুখপাত্র দাবি করেন যে, তাদের দল, তাদের কথায় শত্রুদের বিতাড়িত করে গোটা জেলাই এখন তাদের দখলে নিয়ে ফেলেছে।

ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, খানাশিন ত্যাগের আগে বিদ্রোহীদের হাতে আফগান নিরাপত্তা বাহিনী বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। খানাশিন পাকিস্তান সীমান্তের কাছেই এবং এই তৃতীয়বার সেটি তালিবানের কবলে পড়লো।

নাম প্রকাশ না করার শর্তে, আফগান নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ করেছেন যে পাকিস্তানে আশ্রয় নেওয়া ভারি অস্ত্র শস্ত্রে সজ্জিত তালিবান বিদ্রোহীরাও ঐ হামলায় অংশ নেয়।

XS
SM
MD
LG