অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান বাহিনীকে তালিবানদের অগ্রযাত্রা মন্থর করে দিতে হবে - যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী 


প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনে সংবাদ অবহিতকরণের সময়
২১শে জুলাই, ২০২১ - এপি
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনে সংবাদ অবহিতকরণের সময় ২১শে জুলাই, ২০২১ - এপি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী, লয়েড অস্টিন শনিবার জানান, আফগানিস্তানের নেতারা তালিবানদের কাছে হারানো অঞ্চল পুনরুদ্ধারের আগে শীর্ষ কতগুলি জনবহুল এলাকায় তাদের সেনাদের সুসংহত করার উদ্যোগ নিয়েছেI

আলাস্কার ইলসন বিমান ঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড সাংবাদিকদের জানান, প্রথমে যে কাজটি করতে হবে তা হলো, তালিবানদের অগ্রযাত্রা মন্থর করার কাজটি নিশ্চিত করা, তারপর তালিবানদের দখল করা কিছু এলাকা পুনরুদ্ধার করার মত অবস্থানে তারা পৌঁছোতে পারবেI তিনি বলেন, আফগান নেতারা তালিবান অগ্রাভিযান থামাতে এখন প্রতিশ্রুতিবদ্ধ এবং সক্ষমI তিনি বলেন, তাদের সেই সামর্থ্য আছে। সাফল্য অর্জন এবং তালিবান অগ্রাভিযান সত্যিকার অর্থে অচল করে দিতে তারা সক্ষম, কি হয় তা আমরা দেখবোI

তালিবানরা দাবি করেছে যে দেশের ৮৫% তাদের এখন তাদের নিয়ন্ত্রণে, তবে এই দাবি নিয়ে বিতর্ক আছেI তবে অ্যামেরিকান সেনা প্রত্যাহার শুরু হবার পর থেকে তাদের দখলকৃত জেলার সংখ্যা ৩গুন বৃদ্ধি পেয়ে ৭৫ থেকে ২২০ এ উন্নীত হয়I ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্র্যাসির লং ওয়ার জর্নালে এই তথ্য দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস ও স্টাফের প্রধান, জেনারেল মার্ক মাইলি পেন্টাগনে সাংবাদিকদের অবহিতকরণে বলেন, দৃশ্যত তালিবান জঙ্গি দল এখন কৌশলগত সুবিধায় রয়েছেI

XS
SM
MD
LG