অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নতুন প্রেসিডেণ্ট আশরাফ ঘানির অভিষেক


যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, এ বছর পার হলেও অ্যামেরিকান বাহিনী আফগানিস্তানে থাকবে। মঙ্গলবার, দেশের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষর করা হয়েছে।

এই নিরাপত্তা চুক্তির আওতায়, ডিসেম্বরের ৩১ তারিখে আন্তর্জাতিক যুদ্ধ অভিযান শেষ হওয়ার পরও ১০ হাজার সেনাসদস্য আফগানিস্তানে রয়ে যাবে।

ওদিকে সোমবার বিদায়ী প্রেসিডেণ্ট হামিদ কারজাই-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত প্রেসিডেণ্ট আশরাফ ঘানি।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, সারা পৃথিবী থেকে আসা প্রতিনিধিরা সোমবারের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। কাবুলের প্রেসিডেণ্ট ভবনের ঐ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা।

মিঃ ঘানির নির্বাচনী প্রতিদ্বন্দী, মিঃ আব্দুল্লাহ আব্দুল্লাহও ঐ দিন দেশের প্রধান নির্বাহী হিসেবে শপথ নেন। কয়েক মাস ব্যাপী নির্বাচন সংকটের পর দুই নেতা দেশের ক্ষমতা ভাগাভাগি বিষয়ে একটি সমঝোতায় পৌঁছন।

XS
SM
MD
LG