অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা দূর্বৃত্ত হামলায় পথভ্রস্ট হবেনা বলে আশা করছে ওয়াশিংটন


যুক্তরাষ্ট্র , হিংসাশ্রয়ি চরমপন্থাকে পরাভূত করতে আফগানিস্তান-পাকিস্তান দু’দেশকেই আহ্বান জানাচ্ছে।আশা করছে,আফগানিস্তানে শান্তি কায়েমের-সমঝোতা গড়ার যে উদ্যোগ প্রয়াস চলছে – তালেবানদের ইদানিংকার হামলা তৎপরতায় তা ব্যাহত হবেনা।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মূখপাত্র জন কার্বী সাংবাদিকদের জানান- সীমান্তের ওধারে আফগান ভূখন্ডে সম্প্রতি সংঘটিত প্রাণঘাতি হামলা অভিযানে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা ছিলো কিনা এমোন কোনো উপসংহারে উপনীত হবার মতো নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য-প্রমান ওয়াশিংটনের হাতে নেই। এই সোমবার এবং সদ্য সমাপ্ত সপ্তাহান্তে কাবুলে সংঘটিত আত্মঘাতি বোমা হামলার পেছনে পাকিস্তানের হাত থাকবার অভিযোগ সরাসরিভাবে উল্লেখ করেছেন আফগান প্রেসিডেণ্ট আশরাফ গানী এবং তারই ক’ ঘন্টা পর মূখপাত্র জন কার্বী কথা বলছিলেন। তিনি বলেন- শান্তিপুর্ণ যে নিস্পত্তি আলোচনার মধ্যে দিয়ে আফগান সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা চলছে, দূর্বৃত্ত হামলায় তা পথভ্রস্ট হবেনা বলেই আশা করছে ওয়াশিংটন।

XS
SM
MD
LG