অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে সন্ত্রাসীদের মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করা হবে 


আফগানিস্তানের প্রেসিডেন্ট খুব শীঘ্রই সন্ত্রাসবাদের সংগে সংশ্লিষ্ট অভিযুক্ত বন্দী অপরাধীদের মৃত্যু দন্ডাদেশে স্বাক্ষর দেবেন।

আশরাফ গানি ১৯ শে এপ্রিল কাবুলে বোমা হামলায় অভিযুক্ত বিদ্রোহীদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ঐ বোমা আক্রমণে চৌষট্টি জন প্রাণ হারান এবং আরও তিনশ জন আহত হন। প্রেসিডেন্ট এই অঙ্গীকার ব্যক্ত করার একদিন পরেই তালিবান মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক রেডক্রসের কাছে তাদের হয়ে আফগান সরকারের এই বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানায়।

প্রেসিডেন্ট গানির দপ্তরের এক মুখপাত্র, ভিওএর আশনা দারি রেডিওকে জানিয়েছে যে প্রেসিডেন্টের কাছে মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীদের তালিকা প্রদান করা হয়েছে এবং মৃত্যুদণ্ড কখন কার্যকর হবে কেবলমাত্র সেই সিদ্ধান্ত নেওয়াই এখন বাকী রয়েছে।

XS
SM
MD
LG