অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ২৫, আহত ৫২


আজ শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলের কাছে এক বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং আরও বহু লোক আহত হয়েছে বলে সেখানকার অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন অন্তত ৫২ জন, যাদের অধিকাংশই বিদ্যার্থী এই বিস্ফোরণে আহত হয়। তিনি অবশ্য এই বিস্ফোরণের কারণ কিংবা কারা এর লক্ষ্য ছিল সেটা সুনির্দিষ্ট করে বলেননি। স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র গোলাম দাস্তাগির নাজারি বলেন্‌, এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ১১ই সেপ্টম্বর নাগাদ সেখান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্যদের প্রত্যাহার করে নেয়া হবে, গত মাসে ওয়াশিংটনের এই ঘোষণার পর কাবুলে উচ্চ সতর্কাবস্থা বিরাজ করছে।

শনিবারের এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। বিস্ফোরণটি ঘটে কাবুলের পশ্চিমাঞ্চলে যেখানে শিয়া মুসলমানদের ঘন বসতি রয়েছে এবং বেশ কিছু বছর ধরে ইসলামিক স্টেটের জঙ্গিরা সেখানে প্রায়ই হামলা চালিয়ে আসছে।

XS
SM
MD
LG