কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে নতুন করে জঙ্গী হামলার আশংকার কথা বলেছে দেশটিতে নিযুক্ত আন্তর্জাতিক বাহিনী নেটো কতৃপক্ষ।
নেটোর এক বিবৃতিতে সম্ভাব্য ৮টা হামলার কথা উল্লেখ করে 070221039 টেলিফোন নম্বরে দেশের নাগরিকদেরকে এ সংক্রান্ত যে কোনো তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে হাক্কানী এবং তালিবান নেটওয়ার্ক; পারওয়ান, খোস্ত, কাবুল ও লগার প্রদেশে, হামলাগুলো করার পরিকল্পনা করেছে।