অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে সেভ দা চিল্ড্রেন কার্যালয়ে সন্ত্রাসী হামলায় একজন নিহত


পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দা চিল্ড্রেন কার্যালয়ে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে।

নানগারহার প্রদেশ সরকারের মুখপাত্র আত্তুল্লাহ খোগিয়ানি বলেন বুধবার ঐ কার্যালয়ের প্রবেশ দ্বারের সামনে এক আত্মঘাতি বোমা হামলার পর একদল শশস্ত্র সন্ত্রাসী ঐ অফিসে ঢুকে ভাংচুর চালায়। নিরাপত্তা কর্মিদের সঙ্গে এ সময় তাদের গুলী বিনিময় হয়। নিরাপত্তারক্ষীদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

একজন নিহতের খবর প্রকাশ করা হলেও প্রত্যক্ষদর্শীদের মতে অন্তত দুটি মৃতদেহ দেখেছেন তারা। আফগান তালিবান ঐ হামলার দায় অস্বীকার করেছে। সেভ দ্যা চিল্ড্রেন এক টুইট বার্তায় ওই হামলায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে।

জালালাবাদ হচ্ছে নানগারহার প্রদেশের রাজধানী যার অনেক স্থান Islamic State Khorasan Province,(ISKP) এর দখলে। তাদেরকে নানগারহার থেকে পরাস্ত করতে অফগান ও নেটো কর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

XS
SM
MD
LG