অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা আক্রমণে ৭৫ জন নিহত


Afghanistan Attacks
Afghanistan Attacks

আত্মঘাতী বোমাবাজরা আফগানিস্তানে গতকাল শুক্রবার দুটি মসজিদে আক্রমণ চালিয়ে অন্তত ৭২ জনকে হত্যা করেছে। আফগানিস্তানের একটি শিয়া মসজিদে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছে এবং কমপক্ষে ৪১ জন আহত হয়। এই ঘটনার শিকার লোকজনের মধ্যে নারী ও শিশুরাও ছিল। ইব্রাহিম নামের এক ব্যক্তি যিনি এই বিস্ফোরণের পর মসজিদে ছুটে যান তিনি এই ঘটনাকে চরম বর্বরতা বলে বর্ণনা করেছেন।

নিরাপত্তা কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে বোমাবাজটি শুক্রবার সন্ধ্যায় কাবুলের দাশতি বার্চ এলাকায় ইমাম জামান মসজিদে প্রবেশ করে এবং নিজের গায়ে বিস্ফোরণ ঘটায় ।

একজন প্রত্যক্ষদর্শী এএফপি কে বলে আত্মঘাতী একজন বোমাবাজ তার শরীরে বিস্ফোরক এবং হ্যান্ড গ্রেনেড পেঁচিয়ে রেখেছিল।

কথিত ইসলামিক স্টেট পন্থি একটি ওয়েবসাইটে জানানো হয় যে তার অনুগতরা কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করে। কথিত আসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠিটর আফগান শাখা সম্প্রতি কাবুলে এবং আফগানিস্তানের অন্যত্র শিয়াদের মসজিদে হামলা চালানোর কৃতিত্ব দাবি করে।

আজ শনিবার সকালে জঙ্গিরা কাবুলের কেন্দ্রস্থলে নেটোর সদর দপ্তরে দুটি রকেট নিক্ষেপ করে । এই ঘটনায় কারও হতাহত হবার খবর তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

XS
SM
MD
LG