অ্যাকসেসিবিলিটি লিংক

নেতৃত্ব বাছাইয়ের চেষ্টা করছে তালিবান


যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তালিবান প্রধান মুল্লাহ মানসুরের নিহত হবার খবরের সত্যতা স্বীকার বা আস্বীকার, কোনোটিই করেনি আফগান তালিবান। ধারণা করা হচ্ছে তারা সংগঠনের জন্যে নতুন নেতৃত্ব বাছাইয়ের চেষ্টা করছে।

তালিবান সমর্থিত গনমাধ্যমে পাশতু ভাষায় এক বিবৃতিতে, রাহবারি শুরা নামে, সংগঠনের শীর্ষ সিদ্ধান্ত গ্রহনকারী দলের পক্ষে, মুল্লাহ মনসুরের খবরের বরাত দিয়ে তালিবান যোদ্ধাদেরকে মনোবল না হারানোর আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয় তাদের মধ্যে ঐক্য নষ্ট করার নানা ষড়যন্ত্র চলছে; সেসব ষড়যন্ত্রে কান না দিয়ে- The Islamic Emirate (the Taliban) তালিবান তার লক্ষ্য আর্জনে কাজ করে যাবে।

অপর এক তালিবান নেতা এক বিবৃতিতে বলেন যদি মুল্লা মানসুরেরর মৃত্যুর খবর সত্যিও হয়, তবুও তাদের মধ্যেকার ঐক্য অটুট থাকবে এবং ঐক্যবদ্ধভাবেই তারা লক্ষ্য পূরণে কাজ করে যাবে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চিত করে বলেন শনিবার ড্রোন হামলায় মারা গেছে মুল্লাহ মানসুর। দক্ষিন পশ্চিম বেলুচিস্তানের কাছে গাড়ীতে যাওয়ার সময় তার ওপর হামলা ঘটে। তার ড্রাইভার মোহাম্মদ আজ ওই হামলায় মারা যায়।

XS
SM
MD
LG