অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে তালিবান হামলায় নিহত ২


আফগানিস্তানে ৬জন তালিবান যোদ্ধা একজন সীমান্ত পুলিশকর্মী ও একজন অসামরিক নাগরিককে হত্যা করেছে। পরে সেই তালিবান যোদ্ধারাও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঐ যোদ্ধারা কান্দাহার প্রদেশের একজন সুপরিচিত প্রাদেশিক পুলিশ প্রধানের বাড়ি আক্রমণ করলে ঐ ঘটনা ঘটে।

আক্রমণকারীদের সবার গায়ে ছিল আত্মঘাতী বর্ম। তারা জেনারেল আব্দুল রাজেকের বাড়ির কাছের একটি স্কুল ভবন থেকে অভিযান শুরু করে। অবশ্য বাড়িতে ঢকার আগেই তারা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পুলিশ প্রধান ঐ সময় বাড়িতেই ছিলেন, তবে, আঘাত পাননি।

পুলিশ প্রধান, কান্দাহারে একজন তালিবান বিরোধী হিসেবে পরিচিত। তার ওপর এর আগেও হামলা হয়েছিল।

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশের অন্যান্য জায়গায়, তালিবান হামলায় বেসামরিক নাগরিকদের নিহত হবার প্রতিবাদে, শত শত তালিবান বিরোধী বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। শুক্রবার, তালিবান বন্দুকধারীরা গোর প্রদেশে তিনটি বাস থামিয়ে রাস্তার পাশে ১৪ জন যাত্রীকে গুলি করে মারে। তারা ছিল হাজারা শিয়া সম্প্রদায়ের সদস্য।

XS
SM
MD
LG