অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান তালিবানের প্রতিনিধিরা এখন আলোচনার জন্য পাকিস্তানে


আফগান তালিবানের একটি প্রতিনিধিদল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার লক্ষে কাতার থেকে পাকিস্তানে গেছেন । এই সব ইস্যুর মধ্যে রয়েছে কোন কোন বিদ্রোহী নেতার গ্রেপ্তার , আফগান শরনার্থিদের কিছু মাদ্রাসা বন্ধ করে দেওয়া এবং ঐ প্রতিবেশি দেশে বাস্তুচ্যূত লোকের ক্রমবর্ধমান সমস্যা।

নাম প্রকাশ করা হবে না এই শর্তে একজন শীর্ষ তালিবান কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে জানান যে দোহায় তাদের রাজনৈতিক রাজধানী থেকে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদলকে ইসলামাবাদে পাঠানো হয়েছে তাদের উদ্বেগ প্রকাশের জন্য এবং এটা জানার জন্য যে তালিবান সদস্যদের কেন গ্রেপ্তার করা হলো।

তালিবানের প্রধান মুখপাত্র , জাবিউল্লাহ মুজাহিদ , পাকিস্তানে তালিবান প্রতিনিধির পৌঁছুনোর খবর নিশ্চিত করে বলেছেন যে এই গোষ্ঠিিট নিয়মিত ভাবেই সেই সব দেশের সঙ্গে যোগাযোগ রাখে , যাদের সঙ্গে আফগানিস্তানের কুটনৈতিক সম্পর্ক রয়েছে।

মুজাহিদ জোর দিয়েই বলেন যে আফগান শরনার্থিদের গ্রেপ্তার করা এবং জোর করে তাদের সে দেশ থেকে বের করে দেওয়া এই সব সমস্যা নিয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যে এই প্রতিনিধিদল সেখানে গেছে। তিনি এই খবরকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন যে তালিবান ও আফাগান কর্মকর্তাদের মধ্যে দোহায় গোন আলোচনার বিষয় অবিহত করতে তারা ইসলামাবাদ গেছেন।

XS
SM
MD
LG