অ্যাকসেসিবিলিটি লিংক

দায়িত্ব পালনে অবহেলায় ১১ পুলিশ কর্মীকে কারাদন্ড দিয়েছে আফগানিস্তানের আদালত


Afghanistan
Afghanistan

আফগানিস্তানে, কাবুলের একটি আদালত, এ বছরের গোড়ার দিকে, কাবুলেই, এক নারীকে দঙ্গলবদ্ধ জনতা যে প্রাণনাশি আঘাতে পিটিয়েছিলো তার দায়ে এলাকার পুলিশ প্রধান সহ ১১ পুলিশ কর্মীকে এক বছরের করে কারাদন্ড দিয়েছে এবং আদালতের রায়ে অপর আট জনকে খালাস দেওয়া হয়েছে।

২৭ বছর বয়সি ফারখান্দা নাম্নী ঐ নারীকে রক্ষা করতে যথাযথ দায়িত্ব পালনে অবহেলার দায়ে বিচারক ঐ এগারোজনকে দোষি সাব্যস্ত করেন। ঐ নারী পবিত্র কোরানের অবমাননা করেন- মিথ্যে এ অভিযোগের ভিত্তিতে মার্চের ১৯ তারিখে নৃশংসভাবে ঐ নারীর ওপর আঘাত হানা হয়েছিলো।

সেল ফোনের ভিডিও থেকে দেখা গিয়েছে-লোকজন লাঠি দিয়ে ঐ নারীকে পেটাচ্ছে- তার পর ছাদের ওপর থেকে তাঁর দেহ নিচে ফেলে দিয়ে, ওপর দিয়ে গাড়ি চালিয়ে, কাবুলের রাস্তা দিয়ে দেহ তাঁর টেনে হিঁচড়ে নিয়ে- আগুনে পুড়িয়ে, তার পর তা নদীতে ফেলে দেওয়া হয়।

ঐ ঘটনায় আফগানিস্তানে প্রতিবাদ হয়েছে - প্রতিবাদ হয়েছে অন্যত্রও, প্রচন্ড রোষে।আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি ও জাতিসংঘ এতে ধিক্কার ব্যক্ত করেন- আফগান সরকার এর বিহিত করতে ত্বরিত্ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

XS
SM
MD
LG