অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ও জাতিসংঘের বিরুদ্ধে আফগান শরণার্থীদের অবৈধ ও জোর করে প্রত্যাবর্তনের অভিযোগ


Human Rights Watch Logo
Human Rights Watch Logo

এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পাকিস্তান ও জাতিসংঘের শরণার্থী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা হাজার হাজার আফগান শরণার্থীকে “অবৈধ ও জোর করে” প্রত্যাবর্তনের অভিযানে অংশ নিচ্ছে।

সোমবার প্রকাশিত এক রিপোর্টে Human Rights Watch অভিযোগ করেছে যে গত দু বছর, প্রাণঘাতী নিরাপত্তা জনিত সব ঘটনা এবং আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অবনতি হওয়ায় প্রেক্ষিতে পাকিস্তানি কর্তৃপক্ষ, সে দেশ থেকে আফগানদের বিতাড়িত করার লক্ষ্যে এক অভিযান শুরু করে।

রিপোর্টে বলা হয় ২০১৬ সালের দ্বিতীয়ার্ধে বহিষ্কার করার হুমকী এবং পুলিশের নির্যাতন এই দুই মারাত্মক কার্যব্যবস্থার ফলে প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার শরণার্থি সে দেশ ছেড়ে চলে যায়। পাকিস্তানে ১৫ লক্ষ রেজিস্ট্রিকৃত আফগান শরণার্থী আছে। আনুমানিক হিসেব অনুযায়ী প্রায় ১০ লক্ষ আফগান সে দেশে আছে এবং তাদের বৈধ কাগজপত্র নেই।

XS
SM
MD
LG