অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ঈদ-এ-মিলাদুন্নবর একটি অনুষ্ঠানে বিস্ফোরণ


আফগান কর্মকর্তারা বলছেন রাজধানী কাবুলে ধর্মীয় আলেমদের একটি সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন লোক প্রাণ হারিয়েছেন , আহত হয়েছেন আরো তিরাশি জন।

অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ বলেন যে লোকজন একটি স্থানীয় হলে হজরত মোহাম্মদ (দ) এর জন্মবার্ষিকী উপলক্ষে সমবেত হলে হামলাকারী তার পোশাকের সঙ্গে লাগানো বোমাটির বিস্ফোরণ ঘটায়।

স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তা ওয়াহিদুল্লাহ মাজরোহ ভয়েস অফ আমেরিকাকে বলেন অন্তত ২৪ জনকে , গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

প্রেসিডেন্ট আশরাফ গণি এই জঘন্য আক্রমণের নিন্দে করেন। তিনি বুধবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন এবং বলেন যে আফগানিস্তানের সর্বত্র এবং কুটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সেই বিস্ফোরণের সময়ে হলের ভেতর বিখ্যাত কয়েকজন উলেমাসহ এক হাজার লোক ছিলেন ।

XS
SM
MD
LG