অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে চতুর্পক্ষীয় শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে


Afghanistan
Afghanistan

আফগান সরকার ও তালেবানের প্রতনিধিদের মধ্যে কিভাবে সরাসরি শান্তি আলোচনা শুরু করা যায়, সে বিষয়ে আজ সোমবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা বৈঠক করেছেন।

কাবুলে কথিত চতুর্পক্ষীয় Quadrilateral Coordination Group ((QCG)) এর বৈঠকের পর এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয় “তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার বিষয়ে গ্রুপটি আলোচনা করে এবং এক পথচিত্র নির্নে অগ্রগতি হয়। ওই পথচিত্রে Quadrilateral Coordination Group এর সদস্যদের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন রয়েছে।

ইসলামাবাদে ৬ই ফেব্রুয়ারী পরবর্তী বৈঠক করার বিষয়ে ওই চার দেশ একমত হয।

XS
SM
MD
LG