অ্যাকসেসিবিলিটি লিংক

সেনা ঘাঁটিতে তালেবান আক্রমণের পর, আফগানিস্তানে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে


Afghanistan's President Ashraf Ghani visits a victim wounded in April 21's attack on an army headquarters, in Mazar-i-Sharif, April 22, 2017.
Afghanistan's President Ashraf Ghani visits a victim wounded in April 21's attack on an army headquarters, in Mazar-i-Sharif, April 22, 2017.

আফগানিস্তানে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। এর আগে তালেবান আত্মঘাতী হামলাকারীরা দেশের উত্তরাঞ্চলে এক সামরিক ঘাটিতে আক্রমণ চালায় এবং বিপুল সংখ্যক সেনাকে হত্যা করে। ২০০১ সালের পর আফগান বাহিনীর বিরুদ্ধে এত মারাত্মক হামলা আর হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেছে ভারী অস্ত্রে সজ্জিত ১০ ব্যক্তি, সেনা বাহিনীর দুটি যানে করে উত্তরাঞ্চলের বাল্ক প্রদেশের রাজধানী মাজার ই শরীফে শুক্রবার আফগান জাতীয় সেনা বাহিনীর ২০৯ তম শাহিন কোরের সদর কার্যালয়ে হামলা চালায়। হামলাারীরা সরকারি সেনাদের পোশাক পরে ছিল।

শনিবার স্থানীয় টেলিভিশন স্টশনে এক নিরাপত্তা কর্মকর্তার ও আঞ্চলিক রাজনীতিকদের উদ্ধৃতি দিয়ে বলা হয় “অন্তত ১৪০জন সেনা শুক্রবার দুপুরের আক্রমণে নিহত হয়। অন্তত ১০০জন সৈনিক আহত হয।”

XS
SM
MD
LG