রবিবার আফগানিস্তানের পুর্বাঞ্চলে তালেবান চরমপন্থীরা একটি আদালতে গুলিবর্ষণ করে। হামলায় ৭জন নিহত হয়, আহত হয় ১৯জন।
কর্মকর্তারা বলেন আফগান রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশে পুলি আলীমে আক্রমণে যারা নিহত হন তাদের মধ্যে ছিলেন আদালতের নতুন নিয়োগ প্রাপ্ত অভিশংসক।
আফগান নিরাপত্তা বাহিনীর হাতে তিন বন্দুকধারীই নিহত হয়।
তালেবান হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে মে মাসে সরকার যে ৬জন তালেবান বন্দীর প্রাণদন্ড কার্যকর করেছে তার প্রতিশোধস্বরূপ তারা ওই হামলা চালিয়েছে।