অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান – আমেরিকান বাহিনী, ইসলামিক স্টেট চরমপন্থীদের বিরুদ্ধে হামলা চালায়


FILE - Smokes rises from the area during an operation near the area bombed by U.S. forces in the Achin district of Jalalabad, east of Kabul, Afghanistan, April 14, 2017.
FILE - Smokes rises from the area during an operation near the area bombed by U.S. forces in the Achin district of Jalalabad, east of Kabul, Afghanistan, April 14, 2017.

আফগানিস্তানে কর্তৃপক্ষ বলেছে উত্তেজনাপূর্ণ পুর্বাঞ্চলে, বিমান হামলায় অন্তত ৩৪জন ইসলামিক স্টেট চরমপন্থী নিহত হয় এবং একটি বেতার স্টেশন ধ্বংস হয়ে যায়। সন্ত্রাসী গ্রুপটি উগ্রবাদী প্রচার অভিযান চালানোর জন্য ওই বেতার স্টেশনটি ব্যবহার করতো।

সোমবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাকিস্তান সীমান্ত সংলগ্ন নাঙ্গারহার প্রদেশের নাজিয়ান ও আচিন জেলায় আইএস এর গোপন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ওই অঞ্চলে আফগান এবং আমেরিকান ড্রোন আক্রমণে এর আগে আইএসের বেশ কয়েকটি বেতার স্টেশন ধ্বংস করা হয়। কিন্তু সন্ত্রাসী গ্রুপটি অন্য স্থান থেকে কয়েকটি ভাষায় পুনরায় সম্প্রচার করতে সক্ষম হয়।

XS
SM
MD
LG