অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ২৪জন নিহত


Afghan fire-fighters clean the site of a suicide attack in Kabul, Afghanistan, June 20, 2016.
Afghan fire-fighters clean the site of a suicide attack in Kabul, Afghanistan, June 20, 2016.

সোমবার ভোরে আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে অন্তত ২৪জন নিহত হয় এবং আহত হয় অন্যান্য ৪০জন।

সবচাইতে মারাত্মক আক্রমণ ঘটে কাবুলে যখন এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি মিনিবাসের দিকে পায়ে হেটে অগ্রসর হয় এবং বিস্ফোরণ ঘটায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বিস্ফোরণে ১৪জন নিহত হয় এবং ৮জন আহত হয়। দ্রুত তালেবান ওই হামলার দায় স্বীকার করে।

যারা প্রাণ হারিয়েছে তারা ছিলেন নেপালী নিরাপত্তা রক্ষী। কাবুলে ক্যানেডার দূতাবাসের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত একটি কম্পানিতে তারা কাজ করতেন। বাসে যে ৫জন নেপালী আরোহী ও চার আফগান ছিলেন তারা আহত হন।

কয়েক ঘন্টা পর শহরের আরেক স্থানে বিদ্রোহীদের রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরিত হলে প্রাদেশিক পরিষদের এক সদস্য ও তাঁর দুই দেহ রক্ষী আহত হন।

XS
SM
MD
LG