অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান বাহিনী আইএসের আক্রমণ প্রতিহত করেছে, ৩৫ জন চরমপন্থী নিহত


আফগানিস্তানের পুর্বাঞ্চলে কর্তৃপক্ষ রবিবার বলেছে, কথিত ইসলামিক স্টেট চরমপন্থীরা, সূর্যদয়ের আগে প্রত্যন্ত সীমান্ত এলাকায় প্রধান প্রধান নিরাপত্তা চৌকীতে সমন্বিত হামলা চালায়।

ইসলামিক স্টেট চরমপন্থীরা আফগানিস্তানে প্রভাব বিস্তার করছে --- কয়েক মাস ধরে এ ধরনের খবর প্রকাশের পর ঐ আক্রমণ হলো। ঐ খবর নিশ্চিত করা হলে এটাই হবে আফগান জাতীয় বাহিনীর বিরুদ্ধে আইএস এর প্রথম বড় ধরেনের একটা হামলা।

পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের নাঙ্গারহাড় প্রদেশে পাহাড়ী আচিন জেলায় প্রচন্ড লড়াই হচ্ছে। ওই জেলার গভর্নর হাজি গালিব মুজাহিদ, ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ইসলামিক স্টেটের ৩৫জন জঙ্গী এবং দুজন আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন ভারী অস্ত্রে সজ্জিত চরমপন্থীদের অধিকাংশই পাকিস্তানের নাগরিক।

XS
SM
MD
LG