অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্তে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায়, পাকিস্তান এবং আফগানিস্তান, আপোষমূলক বিবৃতি প্রকাশ করেছে


Sindh province, Pakistan, and the Afghan-Pakistan border
Sindh province, Pakistan, and the Afghan-Pakistan border

সীমান্তে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায়, পাকিস্তান এবং আফগানিস্তান, আপোষমূলক বিবৃতি প্রকাশ করেছে। গত সপ্তাহে পাকিস্তানের কয়েকটি শহরে সন্ত্রাসী আক্রমণের পেছনে আফগান ভূমি ব্যবহার করা হয় এ অভিযোগের ফলেই সীমান্তে উত্তেজনা বেড়েছে।

পাকিস্তানের সেনারা সীমান্তের ওপার থেকে গোলা বর্ষণ করে। কর্তৃপক্ষ দাবী করছে, তাদের লক্ষ্যস্থল Jammat-ul Ahrar শিবির। এরা হচ্ছে সরকার বিরোধী পাকিস্তানি তালেবানের একটা দলছুট অংশ। তারাই অধিকাংশ সহিংস ঘটনার পেছনে রয়েছে।

ইসলামাবাদ মনে করে Jammat-ul Ahrar আফগান সীমান্ত এলাকায় আশ্রয় নেয় এবং সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে এবং সহিংস ঘটনা পরিচালনা করে। নিরাপত্তা কর্মকর্তারা সোমবার এই খবর নিশ্চিত করেছেন যে অবৈধ চলাচল প্রতিরোধ করার লক্ষ্যে প্রধান প্রধান সীমান্ত পারাপারে, সামরিক বাহিনী অতিরিক্ত গোলন্দাজ বাহিনী মোতায়েন করেছে।

XS
SM
MD
LG