অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ২০১৫ সালে রেকর্ড সংখ্যক অসামরিক ব্যক্তি হতাহত হন


Afghanistan Civilian Casulaties
Afghanistan Civilian Casulaties

রবিবার জাতিসংঘ থেকে বলা হয়েছে ২০১৫ সালে আফগানিস্তানে সহিংসতায় ৩৫০০ অসামরিক ব্যক্তি নিহত হয়, আহত হয় ৭৫০০। এর আগের বছরের তুলনায় অসামরিক হতাহতের সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন, UNAMA বলেছে ২০০৯ সাল যখন থেকে তারা অসামরিক হতাহতের সংখ্যার রেকর্ড রাখছে, দেখা যাচ্ছে তখন থেকে এ পর্যন্ত, ২০১৫ সালে সবচাইতে বেশি সংখ্যক অসামরিক ব্যক্তি হতাহত হয়েছে।

UNAMA বলেছে ২০১৫ সালে সংঘাত সম্পৃক্ত অসামরিক হতাহতের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে, জনাকীর্ণ বসতি এলাকাগুলোতে, স্থলযুদ্ধ বৃদ্ধি এবং প্রধান প্রধান শহরে আত্মঘাতী ও অন্যান্য আক্রমণ।

UNAMA মানবাধিকার বিষয়ক পরিচালক ড্যানিয়েল বেল বলেছেন “সরকার পন্থী বাহিনীর দ্বারা ১৮৫৪ অসামরিক ব্যক্তি হতাহত হয়েছে। সর্বমোট হতাহতের মধ্যে এই সংখ্যা ১৭ শতাংশ হলেও, ২০১৪ সালের তুলনায় তা ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

রিপোর্টে আরও বলা হয়েছে তবে তালেবান আক্রমণে অসামরিক হতাহতের সংখ্যা ১০ শতাংশ কমেছে।

XS
SM
MD
LG