অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতি তালিবান নেতার হুঁশিয়ারি 


আফগানিস্তানের তালিবান নেতাবলেছেন, যুক্তরাষ্ট্রবিদ্রোহীদের সংগে লড়াই করার জন্য আফগানিস্তানে তাদের সেনা সংখ্যা বাড়ালে সেটা হবে ভুলের নামান্তর। তালিবান ঐ দেশ থেকে বিদেশী সৈন্য সম্পূর্ণ ভাবে না হটানো পর্যন্ত লড়াই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।মুসলমানদের ধর্মীয় উৎসবঈদুল ফিতরের আগে শুক্রবার মৌলবি হাইবাতুল্লাহ আখুনজাদা এক বার্তায় ঐ ঘোষণা দেন।

বিদ্রোহীদের পলাতক ঐ নেতাবলেন, আপনারা যদি মনে করে থাকেন, সামরিক উপস্থিতির ঘটিয়ে এবং সেনা সমাবেশ করে আমাদের দৃঢ় সংকল্পে ব্যাঘাত ঘটাবেন তা হ’লে আপনারা ভুল করবেন।

কাবুলের অযোগ্য প্রশাসনের অনুরোধে দেশটিতে দখল দারিত্ব বজায় রাখা কোন সমাধান আনতে পারে না। আমেরিকার সেনা সম্প্রসারণ আফগানিস্তানকে অস্থিতিশীল করে তুলবে বলে তিনি মন্তব্য করেন।

XS
SM
MD
LG