যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট, জর্জ ডাব্লিউ বুশ, যিনি ২০০১ সালে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অবস্থিত আল কাইদাদের প্রশিক্ষণ নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্রের সেনাদের আফগানিস্তানে পাঠিয়েছিলেন, বলেন, তালিবানদের বহু এলাকার নিয়ন্ত্রণ গ্রহণের মাঝে, তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহার এক ভুল সিদ্ধান্তI
২০০৯ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর, প্রেসিডেন্ট বুশ, খুব কদাচিৎই তাঁর উত্তরসূরি প্রেসিডেন্ট, যেমন বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে মন্তব্য করেছেনI
প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহার এবং আগস্টের শেষে তাদের ঘরে ফিরিয়ে আনার সিদ্ধান্তের ব্যাপারে প্রাক্তন প্রেসিডেন্ট বুশ বলেন, দুই দশক আগে আমাদের সেনারা তালিবানদের উৎখাত করার পর, তারা দেশের ক্ষমতা আবার ফিরে পেলে, কি পরিস্থিতি দাঁড়াবে, আফগান মহিলা ও মেয়ে এবং যারা যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীকে সহায়তা দিয়েছেন তাদের ভাগ্য সম্পর্কে নিয়ে আমার উদ্বেগ রয়েছেI
জার্মান জাতীয় বেতার সংস্থা, ডয়েচে ওয়েলে'র সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বুশ বলেন, আফগান মহিলা ও মেয়েরা যে অবর্ণনীয় লাঞ্ছনার মুখে পড়বেন, সে ব্যাপারে আমি ভীত বোধ করছিI প্রেসিডেন্ট বাইডেনেরএই সিদ্ধান্ত ভুল কিনা জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, " আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত, কারণ, এর পরিণতি হবে ভয়াবহ, তাই আমার দুঃখ হচ্ছে"I
(এপি)