অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র, নেটো আনুষ্ঠানিক ভাবে আফগানিস্তানে তাদের যুদ্ধের অবসান ঘটালো


যুক্তরাষ্ট্র ও নেটো আনুষ্ঠানিক ভাবে রবিবার আফগানিস্তানে তাদের যুদ্ধের অবসান ঘটালো। কিন্তু ১৩ বছর ধরে তারা তালেবানদের যে বিদ্রোহের বিরুদ্ধে লড়লো, তা এখনও আফগান সরকারের শত্রু হয়ে থাকলো।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট কাবুলে তাদের সামরিক সদর কার্যালয়ে এক অনুষ্ঠানের নাধ্যমে তাদের সরাসরি যুদ্ধ তৎপরতা শেষ করে। কিন্তু তারা ১৩ হাজার ৫০০ সেনা সে দেশে রাখার পরিকল্পনা করেছে। ওই সেনারা আফগান সরকারি বাহিনীকে প্রশিক্ষন ও পরামর্শ দেওয়ায় সাহায্য করবে। যে পশ্চিমা সেনারা সেখানে থেকে যাবে তাদের মধ্যে ১১ হাজার হচ্ছে আমেরিকান। আফগান সরকারি বাহিনী নব বর্ষে যুদ্ধ ও নিরাপত্তা জনিত তৎপরতার নিয়ন্ত্রন হাতে নেবে।

আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর কম্যান্ডার যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর General John Campbell বলেছেন যুক্তরাষ্ট্র ও নেটো কাবুল পরিত্যাগ করছে না।

XS
SM
MD
LG