অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বন্দী বিনিময়ের গোপনীয়তার পক্ষে যুক্তি দেন


Bowe Bergdahl fue capturado por los talibanes en la provincia afgana de Paktika, en 2009.
Bowe Bergdahl fue capturado por los talibanes en la provincia afgana de Paktika, en 2009.
রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল, ৫ বছর ধরে আফগানিস্তানে আটক এক আমেরিকান সেনাকে মুক্তি দেওয়ার বিনিময়ে কিউবার গুয়ানতানামো বে তে যুক্তরাষ্ট্রেরে সামরিক বন্দী শিবির থেকে যে ৫ আফগান বিদ্রোহীকে মুক্তি দেওয়া হয়, তার সমর্থনে বক্তব্য রাখেন। হেগেল বলেছেন কর্মকর্তারা আশংকা করেন যে সার্জেন্ট বুই বার্গডাল এর জীবন বিপন্ন ছিল। তিনি বলেন তার ফলে কংগ্রেস কে যে গুয়ানতানামো বে থেকে আফগান সেনাদের মুক্তি দেওয়ার ব্যাপারে যে ৩০ দিনের নোটিস দেওয়ার কথা তা হয়নি।

কাতার সরকার বেশ কয়েক মাস ধরে মধ্যস্থা করার পর সামরিক বাহিনীর সার্জেন্ট বুই বার্গডাল কে মুক্তি দেওয়া হয়। শনিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ঘাটিতে বার্গডালের প্রাথমিক চিকিৎসা হয়। তারপর তাকে বিমান যোগে জার্মানি’র ল্যান্ডস্টুলে যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে পাঠানো হয়।

কর্মকর্তারা বলেছেন পাকিস্তানের সীমান্তের কাছে আমেরিকান বিশেষ বাহিনীর কাছে বার্গাডালের হস্তান্তর হয়েছে কোন সহিংস ঘটনা ছাড়া।
XS
SM
MD
LG