অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে একটা খসড়া চুক্তি সাক্ষর হলে আমেরিকান সেনাদের ৫টি সামরিক ঘাঁটি ছেড়ে দিতে হবে


US Afghanistan
US Afghanistan

যুক্তরাষ্ট্র তালেবানদের সঙ্গে একটা খসড়া চুক্তির বিষয়ে একমত হয়েছে। ওই চুক্তি সাক্ষরিত হলে তার ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তানে ৫টি সামরিক ঘাঁটি থেকে আমেরিকান সেনাদের প্রত্যাখ্যান করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী জালমে খালিলজাদ সোমবার ওই মন্তব্য করেন আফগান টেলিভিশন চ্যানেল TOLOnewsএ।

বর্তমানে ১৪ হাজার আমেরিকান সেনা আফগানিস্তানে মোতায়েন আছে।

এর কয়েক ঘন্টা আগে আফগান কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্রের দূত জালমে খালিলজাদ সোমবার, কাবুলে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানির সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র তালেবান শান্তি চুক্তির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য। কিন্তু তিনি প্রেসিডেন্টকে, চুক্তির কোন প্রতিলিপি তিনি দেননি।

আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সেদিক সিদ্দিকী সাংবাদিকদের বলেন খালিলজাদ ওই প্রস্তাবের গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য জানিয়েছেন এবং সরকারি কর্মকর্তারা তা নিয়ে আলোচনা করবেন। খালিলজাদের টিমের সঙ্গে আরও আলোচনা অব্যাহত থাকবে।

রবিবার টুইটারে কূটনীতিক জালমে খালিলজাদ জানিয়েছেন যে কাতারে তালেবানদের সঙ্গে নবম দফার বৈঠক শেষ হয়েছে এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনার বিষয়ে আফগান নেতাদের অবহিত করার জন্য তিনি কাবুল যাবেন।

আলোচনা যখন চলছিল, তালেবান আক্রমণ চালানো অব্যাহত রাখে।

XS
SM
MD
LG