অ্যাকসেসিবিলিটি লিংক

রান অফ নির্বাচনে কারচুপির অভিযোগ নিস্পত্তির লক্ষে জন কেরি শুক্রবার কাবুল সফরে যাচ্ছেন


প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের বিরোধিত ফিরতি দফার রান অফ প্রেসিডেন্ট নির্বাচনের দু’ই প্রার্থীর সঙ্গেই ফোনে কথা বলেছেন- কারচুপির অভিযোগ নিয়ে তদন্ত প্রক্রিয়া চলতে দিতে অনুরোধ করেছেন তাঁদের।

ফোনে কথা বলার সময় মি,ওবামা আব্দুল্লা আব্দুল্লা ও আশরাফ গানি – দুজনকেই হূঁশিয়ার করে জানিয়ে দিয়েছেন,কোনোরকম সহিংস তত্পরতা বা অসাংবিধানিক প্রক্রিয়া অবলম্বনে যুদ্ধ বিধ্বস্ত দেশটির জন্যে দেয় যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগীতা খতম হয়ে যেতে পারে। চোদ্দ জুনের ঐ রান অফ নির্বাচনে কারচুপির অভিযোগ কেন্দ্রীক বিরোধ নিস্পত্তির লক্ষে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার কাবুল সফরে যাচ্ছেন। প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছে – নির্বাচনে আব্দুল্লা পরাজিত হয়েছেন আশরাফ গানির কাছে দশ লক্ষ ভোটের ব্যবধানে।কিন্তু আব্দুল্লা বলেছেন নির্বাচনে তাঁরই যে জিত হয়েছে কোনোই সন্দেহ নেই তাতে- এবং কারচুপির সরকার তিনি মানবেনা কখনোই- প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।আব্দুল্লার এক সহযোগী প্রার্থী এবং তাঁর কিছু সমর্থক একটা সমান্তরাল সরকার গঠনের হূমকি দিয়েছে –যুক্তরাষ্ট্র সরকারের কর্তাব্যক্তিদের তরফে যে হূমকির কড়া-বিরুপ সমালোচনা করা হয়েছে, পরিস্থিতি এতে করে আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশংকা ব্যক্ত করা হয়েছে।

XS
SM
MD
LG