অ্যাকসেসিবিলিটি লিংক

গত বছর যুক্তরাস্ট্রের সঙ্গে আফ্রিকার বানিজ্য ছিল ৭৩০০ কোটি ডলার


আফ্রিকার দক্ষিনাঞ্চলের সঙ্গে যুক্তরাস্ট্রে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে ইথিওপিয়া ও কেনিয়া সফরের আগে বুধবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত মাসে প্রেসিডেন্ট ওবামা আফ্রিকার সঙ্গে যুক্তরাস্ট্রের প্রধান বানিজ্য কতৃপক্ষীয় চুক্তি ১০ বছরের জন্যে সম্প্রসারনের সম্মতিপত্র স্বাক্ষর করেন। গত বছর যুক্তরাস্ট্রের সঙ্গে আফ্রিকার বানিজ্য ছিল ৭৩০০ কোটি ডলার।

আফ্রিকার দক্ষিনাঞ্চলের অন্তত ৪০টি দেশ যুক্তরাস্ট্রের সঙ্গে বানিজ্য করে লাভবান হচ্ছে। কারন ওই চুক্তিতে আফ্রিকা থেকে যুক্তরাস্ট্রে সকল রপ্তানী শুল্কমুক্ত। এদের মধ্যে সবচেয়ে লাভবান হচ্ছে প্রধান দুই তেল রপ্তানীকারক আফ্রিকি দেশ এ্যাংগোলা ও নাইজেরিয়া।

XS
SM
MD
LG