অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকার অগ্রগতি ইন্নয়ন ও গণতন্ত্রের উপর নির্ভর করছে : ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার তাঁর আফ্রিকা সফরের শেষ পর্যায়ে এক ভাষণে ঐ মহাদেশের অগ্রগতির প্রশংসা করেন তবে সতর্ক করে দেন যে অব্যাহত উন্নয়ন এবং সকলের জন্য গণতন্ত্রের মধ্য দিয়েই এই অগ্রযাত্রা টেকসই হবে।

মি ওবামা হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ইথোপিয়ায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে যান। তিনি এখন স্বদেশ ফিরে আসছেন।

তিনি আফ্রিকান নেতাদের ঐ মহাদেশের সাফল্যে তাঁর ব্যক্তিগত আগ্রহের কথা উল্লেখ করেন এই বলে যে তিনি তাদের সামনে দাঁড়িয়েছেন একজন গর্বিত আমেরিকান হিসেবে । তিনি একজন আফ্রিকানের সন্তান হিসেবেও তাদের সামনে দাঁড়িয়েছেন।

তিনি ঐ উপমহাদেশে এইচ আই ভি এইডস রোগের হার হ্রাস পাওয়া এবং লক্ষ লক্ষ আফ্রিকানের দারিদ্র থেকে বেরিয়ে আসায় ঐ মহাদেশের অর্জনের প্রশংসা করেন।

প্রেসিডেন্ট African Growth and Opportunity Act নবায়নের বিষয়টি তুলে ধরেন যার লক্ষ্য হচ্ছে বানিজ্য বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা, বিদ্যুতের নাগালের মধ্যে দেশটিকে নিয়ে আসা এবং আফ্রিকান উদ্যোক্তাদের সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের উদ্যোগ।

চীনের নাম উল্লেখ না করেই , প্রেসিডেন্ট অআফ্রিকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের বৈশিষ্টের কথা তুলে ধরেন।

XS
SM
MD
LG