অ্যাকসেসিবিলিটি লিংক

আইন সালিশ কেন্দ্রের রিপোর্টে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র


Bangladeshi policemen stand guard outside the Dhaka Central Jail in Dhaka, Bangladesh, June 12, 2016. Police in Bangladesh said Sunday that they have arrested more than 5,000 criminal suspects in the past few days as they continue a nationwide crackdown t
Bangladeshi policemen stand guard outside the Dhaka Central Jail in Dhaka, Bangladesh, June 12, 2016. Police in Bangladesh said Sunday that they have arrested more than 5,000 criminal suspects in the past few days as they continue a nationwide crackdown t

প্রভাবশালী মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্র বৃহস্পতিবার গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের মানবাধিকার পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র প্রকাশ করেছে এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মাসে আইন শৃংখলা রক্ষাবাহিনীর হাতে কথিত ক্রসফায়ারে ৭৯ জন নিহত হয়েছেন-যার মধ্যে গ্রেফতারের পরে নিহত হন ১৩ জন। আইন শৃংখলা রক্ষাবাহিনীর পরিচয়ে সাদা পোশাকের ব্যক্তিরা উঠিয়ে নিয়ে গেছে ৫০ জনকে-যার মধ্যে ৬ জনের মরদেহ পরে পাওয়া গেছে । প্রতিবেদনে বলা হয়, কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৪২ জনের। গণপিটুনিতে এই ৬ মাসে নিহত হয়েছেন ৩১ জন। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত হয়েছেন ১৪২ জন। প্রতিবেদনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৫ জনকে হত্যা, ৬৬টি হিন্দু স্থাপনা ও ধর্মীয় স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে বলা হয়েছে।
আইন শালিস কেন্দ্রের প্রধান নির্বাহী নূর খান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, রাষ্ট্র ও অরাষ্ট্রীয় শক্তি দু’পক্ষই মানবাধিকার পরিস্থিতির জন্য হুমকি হিসেবে কাজ করছে। নূর খানের ভাষায়, মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল হওয়ায় তারা উদ্বিগ্ন।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:10 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG