শেষ পর্যন্ত বিক্রিই করে দেওয়া হয়েছে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে। পুরো মালিকানাই বিক্রি হবে, না, আংশিক, তা এখনও স্থির নয়। কিনতে আগ্রহ দেখিয়েছে দুটি সংস্থা - টাটা গোষ্ঠী ও ইন্ডিগো বিমান সংস্থা।
এয়ার ইন্ডিয়া-র জন্ম কিন্তু টাটাদেরই হাতে, পরে ভারত সরকার জাতীয়করণ করে নেয়। কিন্তু বিপুল লোকসানে চলা এই সংস্থাকে ঘাড় থেকে নামাতে পারলেই খুশি হয় সরকার। টাটা বা ইন্ডিগো, দুজনেই অবশ্য বলছে, এয়ার ইন্ডিয়া তারা কিনতে রাজি যদি সরকার সংস্থার ৫২,০০০ কোটি টাকার ঋণ ছাড়াই বিক্রি করে এয়ার ইন্ডিয়া-কে। সরকার বলে নি কিছু। বিদেশের রুটের ব্যবসায় এই সংস্থার অংশ ১৭%। কিন্তু ইন্ডিগো-র অংশ মাত্র সাড়ে ৩%। অন্য দিকে, দেশের মধ্যে এয়ার ইন্ডিয়া-র অংশ ১৩% হলেও ইন্ডিগো-র ৪০%। সংস্থা বলছে, তাদের ভাল ব্যবসা স্বদেশের রুটে, এয়ার ইন্ডিয়ার বিদেশের রুটে। তাই সংস্থার মালিকানা হাতে এলে ইন্ডিগো-র ভালই হবে।