অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৫জন মারা গেছে


ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৫জন মারা গেছে।

মানবিক ত্রাণ কর্মীরা বলছেন, কাছাকাছি একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ঐ হামলা চালান হয়। ঐ স্থাপনাটি ইয়েমেনের উত্তরাঞ্চলের হারাদ জেলায় অবস্থিত।

ইয়েমেনে সউদি আরবের নেতৃত্বে রোববার রাতভর এবং সোমবার ভোর পর্যন্ত বিমান হামলা চালান হয়। আরব নেতৃবৃন্দ অঙ্গীকার করেছেন, ইরান সমর্থিত হৌথি বিদ্রোহীরা আত্মসমর্পণ না করা পর্যন্ত তারা সামরিক অভিযান চালিয়ে যাবেন।

প্রেসিডেণ্ট আব্দ-রাব্বু মান্সুর হাদির সমর্থনে যুদ্ধবিমানগুলো রাজধানী সানা এবং অন্যান্য এলাকায় ৫ম দিনের মত বিমান হামলা চালায়। গত সপ্তাহে তিনি বলেন হৌথি বিদ্রোহীরা শান্তির আহবান প্রত্যাখ্যান করেছে এবং তিনি সাহায্য প্রার্থনা করেন।

মিঃ হাদি প্রথমে পালিয়ে আদেনে যান। পরে হৌথি বাহিনী আদেনের দখল নিলে তিনি রিয়াদের উদ্দেশ্যে ইয়েমেন ত্যাগ করেন।

আরব লীগের মহাসচিব নাবিল এলারাবি রোববার বলেছেন, মিঃ হাদির গ্রহণযোগ্য সরকার আবারও ফিরিয়ে আনতে হবে।

ইয়েমেনে সৌদি সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে-সোমবার ঢাকায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে একথা বলা হয়েছে- রিপোর্ট শুনুন আমীর খসরুর।

please wait

No media source currently available

0:00 0:00:38 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG