অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে আনতে বিদেশী কূটনীতিকদের সহায়তা চেয়েছে বাংলাদেশ


বিদেশী কূটনীতিক
বিদেশী কূটনীতিক

বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক ৫ জন আসামীকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের লক্ষ্যে ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর ৫জন খুনী এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক রয়েছে। ২ জনের অবস্থান সম্পর্কে ইতোমধ্যে বাংলাদেশ জানতে পেরেছে। তিনি এসব পলাতকদের অবস্থান নির্ণয় এবং তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সব রাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন হয়।

ঢাকায় ও দিল্লীতে অবস্থানরত বাংলাদেশে নিযুক্ত ৮৩ জন বিদেশী রাষ্ট্রদূত ও কূটনীতিক এতে অংশ নেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।.... ঢাকা থেকে আমীর খসরু


XS
SM
MD
LG