বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর তীব্র সমালোচনা করে একে একটি ভাড়াটে সংস্থা হিসেবে আখ্যায়িত করেছে।
হিউম্যান রাইটস ওয়াচ ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনে- নির্বিচারে হত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড, স্বাধীন মতামত প্রকাশে বাধা-বিঘ্ন সৃষ্টিসহ বিভিন্ন অধিকার হরণ ও বাধা প্রদানের বিস্তারিত উল্লেখ করে বাংলাদেশ সরকারের ভূমিকার সমালোচনা করে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষে এর প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ হিউম্যান রাইটস ওয়াচ-এর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, একপেশে, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ দাবী করেন, তার ভাষায়, হিউম্যান রাইটস ওয়াচ এখন ভাড়ায় খাটে। বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধীদের পক্ষে এরা ভাড়ায় কাজ করে; অর্থের বিনিময়ে তারা বিবৃতি দেয়, রিপোর্ট প্রকাশ করে। এ ধরনের কর্মকান্ড থেকে হিউম্যান রাইটস ওয়াচ-কে বিরত থাকার জন্য আহবান জানানো হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।