অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইয়েমেনে আল-কাইদা শাখার শীর্ষ নেতা নিহত


যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় আল-কাইদার ইয়েমেনী শাখার শীর্ষ ধর্মীয় নেতা নিহত হয়েছেন। মংগলবার আল-কাইদা এই খবরটি প্রকাশ করেছে।

সৌদী আরবের নাগরিক ইব্রাহিম আল রুবাইশ ২০০৬ সালে কিউবার গোয়ান্তামো বে-তে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আরব দ্বীপাঞ্চলের আল-কাইদা সংগঠনে যোগ দেন।

তিনি ছিলেন দলের আদর্শ এবং ধর্মতত্ব বিষয়ক প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র তার প্রাণের বিনিময়ে ৫০ লক্ষ ডলার ঘোষনা করেছিল তবে যুক্তরাষ্ট্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহী নেতাদেরকে অস্ত্র দেওয়ার ব্যাপারে বিধি নিষেধ আরোপ করেছে এবং রাজধানী সানা এবং অন্যান্য এলাকা থেকেও তাদের সেনা প্রত্যাহার করার কথাও বলা হয়েছে ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৪-০ ভোটে বুধবার ঐ প্রস্তাবটি গৃহিত হয়। তবে রাশিয়া ভোটের সময় অনুপস্থিত ছিল।

XS
SM
MD
LG