বাংলাদেশের অন্যতম ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে অন্তত ৩০টি মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। সোমবার মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা হয়েছে ১২ টি , রোববার ১৩ টি এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি হয়েছে বাকি ৫ টি । এসকল মামলাগুলো দায়ের করেছেন মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর কয়েকটি অঙ্গ সংগঠনের নেতারা । সম্প্রতি মাহফুজ আনাম এক অনুষ্ঠানে তার পত্রিকায় ২০০৮ সালে তদানীন্তন সেনা সমর্থিত সরকারের আমলে একটি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা প্রতিবেদন কোন যাচাই বাছাই ছাড়া ছাপানোর কথা স্বীকার করেন। তার ওই স্বীকারোক্তির সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা করা শুরু করে ক্ষমতাসীনদল ও এর অঙ্গ সংগঠনের নেতারা । জহুরুল আলমের রিপোর্ট: