অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: মিয়ানমারের রাখাইন পরিস্থিতি এবং রোহিঙ্গা সমস্যার ভবিষ্যৎ


মিয়ানমারের উত্তর রাখাইনে দেশটির সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। ঐ সহিংস রক্তাক্ত সংঘর্ষে ৫ জন সেনা কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। এদিকে, রোহিঙ্গাদের ওপর নির্যাতন নীপিড়নের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি। মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র হিসেবে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করতে ওআইসির পক্ষ থেকে গাম্বিয়ার নেতৃত্বে মিয়ানমারে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে গঠিত মন্ত্রী পর্যায়ের অ্যাড হক কমিটিকে ঐ মামলা করতে বলা হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলাপন 'মিয়ানমারের রাখাইন পরিস্থিতি এবং রোহিঙ্গা সমস্যার ভবিষ্যৎ'।

আজকের অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আমেনা মহসিন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিটিক্স এন্ড গর্ভনেন্স-এর অনারারি ফেলো ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়া মাঠ পর্যায়ের খবরাখবর জানাতে অনুষ্ঠানে ছিলেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন সাকিল এবং রোকন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।

XS
SM
MD
LG